Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বালি উত্তোলন বন্ধে এসিল্যান্ডের প্রচারণা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে যত্রতত্র বালি না তুলতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং লিফলেটের মাধ্যমে বালু মহাল ব্যতীত ভূগর্ভস্থ হতে বালু উত্তোলন করলে অর্থদন্ড, কারাদন্ড ও উভয়দন্ডের অপরাধের কথা উল্লেখ করেছেন। তিনি তার লিফলেটে শ্যাম নগরবাসীর জন্য যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। দুর্যোগ প্রবণ শ্যামনগর উপজেলা পরিবেশগত ভাবেই একটু সংকটাপন্ন। উন্নয়নমূলক কাজের জন্য আমার এ উপজেলার ভূগর্ভস্থ বালুই যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। আমাদের ভোগ হবে পরিমিত এবং পরবর্তী প্রজন্মের জন্য তাদের চাহিদার জোগান ঠিক রেখে। অথচ উন্নয়নের জন্য কিছু মানুষ কম মূল্যে বালু উত্তোলন করছে। আপনার সন্তান ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়ছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আপনারা ভূগর্ভস্থ বালু উত্তোলন করলে একদিন আসবে যেদিন সামান্য প্রাকৃতিক দুর্যোগে আপনার পরবর্তী প্রজন্মের ঘরবাড়ি ধ্বংস্থুপে পরিণত হবে। পছন্দ আপনার সন্তানকে কোথায় রেখে যাবেন। আসুন আমরা সচেতন হই, বালু উত্তোলন না করার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে থাকি। এসময় তিনি উল্লেখ করেন, সেতু, কালভার্ট, ড্রাম, বাঁধ, সড়ক, বন, রেল লাইন, গ্যাস, বিদ্যুৎ, পথ সহ সেচ ও নিষ্কাশন, ড্রেজিং বা অন্যভাবে ভূগর্ভস্থ বালু/মাটি উত্তোলন, বালু মহল ছাড়া অন্য যে কোন স্থান থেকে বালু উত্তোলনে সর্বনিম্ন ৫০ হাজার হতে ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড /অনুর্দ্ধ ২ বছর পর্যন্ত কারাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত করা হবে বলে জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version