শ্যামনগর অফিস : বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী পালনের প্রস্তুতিতে শ্যামনগর সরকারি মহসীন কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু “টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট” শুরু হয়েছে। মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে গত ২৭ জানুয়ারি থেকে শ্যামনগর সরকারি কলেজ মাঠে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক তম্ময় কুমার সাহা। ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা এবং একাদশ, দ্বাদশ ও স্নাতক (পাশ) কোর্সের শিক্ষার্থীদের সমন্বয়ে ছয়টি দল চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে। টুর্নামেন্ট কমিটির আহŸায়ক প্রোফেসর আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আবুল কাশেম, অধ্যাপক প্রতাপ রায়, রেজাউল ইসলাম, সাইফুদ্দিন আহম্মেদ, গিয়াস উদ্দীন ফারুক প্রমুখ। আগামী ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।