Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে নবাগত সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান

এস,এম মোস্তফা কামাল, শ্যামনগর : দীর্ঘ দিন পর অবশেষে শ্যামনগর উপজেলায় স্থায়ী ভাবে সাব-রেজিস্ট্রার হিসাবে যোগদান করতে যাচ্ছেন ইমরুল হাসান নামের নবাগত সাব-রেজিস্ট্রার । তিনি ২০১৩ সালে কোট চাঁদপুরে প্রথম যোগদান করে চাকুরি শুরু করেন। পর্যায় ক্রমে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় দায়িত্ব শেষে শ্যামনগরে যোগদান করতে যাচ্ছেন। ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ইমরুল হাসান। ৬ জানুয়ারি তিনি শ্যামনগরে কর্মস্থলে যোগদান করবেন। রোববার সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি কার্যালয়ে যোগদান করে নিজ কর্মস্থল শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিসে এসে শ্যামনগরে কর্মরত সকল দলিল লেখকদের সাথে মতবিনিময় করেন। তিনি সাব-কোবালা, এওয়াজ বিনিময়, হেবার ঘোষণা, হেবাবিল এওয়াজ, দানপত্র সহ সকল দলিল রেজিস্ট্রেশন নিয়ে পরামর্শ মূলক কথা বলেন, তবে এ সময় তিনি দলিল লেখকদের বলেন, অহেতুক কোন সাধারণ মানুষ যেন, কোন মতে হয়রানির শিকার না হয়, আমাদের অফিস থেকে সাধারণ মানুষদেরকে আমরা সর্বোচ্চ সেবা দিবা, এই মনোভাব নিয়ে আমাদের কাজ করতে হবে। জমি রেজিস্ট্রি করতে এসে কোন দাতা, গ্রহীতা হয়রানির শিকার হোক, এটা আমরা কেউ চাইব না। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন অফিস হবে, অনেক সময় পাওয়া যাবে, যাতে সাধারণ মানুষের অধিকাংশ সমস্যা দ্রæত সমাধান করা যাবে বলে, আমার বিশ্বাস। এ সময় দলিল লেখকদের মধ্যে মতবিনিময় কালে কথা বলেন, দলিল লেখক হাজী মাহবুবুর রহমান, জি এম কামরুল ইসলাম, আশরাফুল আলম, সুভাষিশ রায় চৌধুরী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version