শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের দুই ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২.০০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দকী সরজমিনে গিয়ে যথাক্রমে সরদার ব্রিকস এবং হক ব্রিকসকে ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সহকারী কমিশনার ভূমি আইন মেনে ভাটা পরিচালনা করার জন্য সকলের নিকট আহŸান জানান।