Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকীর অভিযান অব্যাহত

শ্যামনগর অফিস: শ্যামনগরে এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী অভিযান অব্যাহত রেখেছেন। ১৩ জানুয়ারি স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যবৃন্দদের উপস্থিতিতে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী অভিযান অব্যাহত রেখে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ এর ৪ এবং ৫ এর ২, ৩, ৪ ধারা লঙ্ঘনে আটুলিয়ার নওয়াবেঁকী সংলগ্ন মেসার্স জামান ট্রেডিং ব্রিকস ৮০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বৈধ কাগজ এবং সরকারী নিয়ম বহির্ভূত কর্মে এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে সকলকে সতর্ক করে দেন। একই সাথে মুন্সিগঞ্জ মৌজায় এলাকার ব্যক্তিবর্গ ও স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ দখলকৃত মীরগাং বড় ভেটখালীর খাল জলমহাল উচ্ছেদ করার সময় স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে অনেক টাকার মাছ ও কাঁকড়া থাকায় ২ দিনের মধ্যে নিজ খরচে সকল নেট, পাটা, মাছ এবং কাঁকড়া সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি জানান মালামাল দুই দিনের মধ্যে না সরিয়ে নিলে আইন অনুযায়ী দন্ড প্রদান করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version