জানুয়ারি ১, ২০২০
শ্যামনগরে উৎসব আমেজে বিনামূল্যে বই বিতরণ
![]() শ্যামনগর অফিস: ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শ্যামনগরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরের হায়বাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুর পরিচালনায় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল হাই সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান প্রমুখ। পরবর্তীতে নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে, নকিপুর পাইলট গালর্স হাইস্কুল, ফুলবাড়ী যাদবপুর মাদ্রাসা, প্রেসক্লাব সভাপতি জি,এম আকবর কবীরের সভাপতিত্বে সিরাজপুর স্কুল এন্ড কলেজ, মাওলানা মোস্তফা রেজাউল করিমের সভাপতিত্বে রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, সাংবাদিক আনিসুজ্জামান সুমনের সভাপতিত্বে ৩৪ নং বুড়ি: দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আকরাম হোসেন এর সভাপতিত্বে বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়, আক্তারুজ্জামানের সভাপতিত্বে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে, আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়, কৈখালী মোহাজেরীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিষ্টেন্দু শেখর মন্ডলের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, যুবলীগ নেতা আবুল কালাম, সমাজ সেবক মাহবুব আজাদ খোকন, ইশারাশ্যামনগরে উৎসব আমেজে বিনামূল্যে বই বিতরণ 6,254,518 total views, 3,585 views today |
|
|
|