জানুয়ারি ৩০, ২০২০
শ্যামনগরে অবৈধভাবে মৎস্য ঘের দখল, ভাঙচুর ও লুঠপাট
![]() শ্যামনগর অফিস: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অবৈধভাবে মৎস্য ঘের দখল, বাসা ভাঙচুর, মাছ ও নগদ অর্থ লুঠপাটের অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ঘের কর্মচারী কামরুল ইসলাম মারাত্মক আহত হয়েছে। সূত্রে প্রকাশ চন্ডিপুর গ্রামে ১৯৯২ সাল থেকে অদ্যাবধি প্রায় ৫০ বিঘা মৎস্য ঘেরটি করে আসছেন একই গ্রামের মোজাম্মেল হক এর ছেলে আলমগীর আজাদ। মৎস্য ঘেরটিতে চিংড়ি মাছ, ভেটকি, তেলাপিয়া, পারশে সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করে আসছে আলমগীর আজাদ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে ওই ঘেরটি অবৈধভাবে চন্ডিপুর গ্রামের মৃত মতিউর রহমান শেখের পুত্র কাওছার আলী শেখের নেতৃত্বে আবুল হোসেন গাজী, নজরুল ইসলাম, মোশারফ মোড়ল, শফিকুল ইসলাম শেখ সহ ২০-২৫ জন অস্ত্র-শস্ত্র নিয়ে দখল করতে আসে। এসময় দখলে বাঁধা দিতে গেলে ঘের কর্মচারী কামরুল ইসলামকে বেধড়ক মারপিট করত. ঘেরের বাসা ও বাক্স ভাঙচুর, ঘেরের বাধ কর্তন করে মাছ লুঠপাট ও নগদ অর্থ লুঠপাট করে। ঘের মালিক আলমগীর আজাদ বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ কর্মকর্তা খবির এর নেতৃত্বে ৬জন পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে এর সত্যতা পান। অবৈধভাবে ঘের দখলকারী জামায়াত নেতা কওছার আলী শেখের বিরুদ্ধে ইতিপূর্বে কয়েকটি মৎস্য ঘের দখলের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কওছার আলী শেখের মোবাইল ফোনে যোগাযোগ না পাওয়ায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ঘের মালিক আলমগীর আজাদ। 6,208,517 total views, 3,648 views today |
|
|
|