Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের ড্রেন নির্মাণ বন্ধ করতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের ভুরুলিয়ায় সংখ্যালঘু পরিচয়ে সরকারি রাস্তায় ইউ ড্রেন নির্মাণ বন্ধ করতে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার সিরাজপুর গ্রামের মৃত হানিফ মহাজনের ছেলে ছিদ্দিকুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ০১নং ভুরুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি অত্যান্ত সুনামের সাথে এলাকায় দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি ইউনিয়নের সিরাজপুর বাজার হতে ছোয়ালিয়া পিচের রাস্তা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার কাজ সিসি আরআইপির প্রকল্পে এলজিইডির মাধ্যমে চলমান রয়েছে। উক্ত প্রকল্পের মধ্যে ৫টি ইউ ড্রেন, ২টি কালভার্ট নির্মাণের সরকারি বরাদ্দও রয়েছে। ইতিমধ্যে ৪টি ইউ ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার কাজও প্রায় শেষ। বাকি ১টি ইউ ড্রেন নির্মাণ করার জন্য এলজিইডি শ্রীফলতলা ও শংকরপুর মৌজায় ১/১ খাস খতিয়ানের আওতাভুক্ত স্থান নির্ধারণ করেছেন। উক্ত স্থানটি একই এলাকার মৃত. কেদার নাথ মন্ডলের ছেলে হিমাংশু মন্ডলের জমির সামনে পড়েছে। কিন্তু হিমাংশু মন্ডল উক্ত স্থানে ইউ ড্রেনটি নির্মাণ না করার ষড়যন্ত্র শুরু করে। সেখানে ইউ ড্রেন নির্মাণ করবে সরকার। আমার কোন বিষয় নেই। অথচ উক্ত হিমাংশু মন্ডল আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ তুলে গত ২০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এবং ১৪৫ ধারায় আদালতে একটি মামলাও দায়ের করে। অভিযোগকারী সুচতুর হিমাংশুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version