জানুয়ারি ২৮, ২০২০
রমজাননগর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের প্রাচীর নির্মাণে বাঁধা
![]() শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ঠিকাদার কর্তৃক প্রাচীর নির্মাণে বাঁধা প্রদান করছে তারানীপুর গ্রামের মাজেদ ও রাশেদ গাজী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্যামনগর উপজেলা আইন শৃংখলা মিটিংয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, ১৯৮৫ সালের ৩১ মার্চ তারানীপুর গ্রামের জার্মান আহমেদের ছেলে মাজেদ ও রাশেদ গাজী ২০ হাজার টাকায় রমজাননগর স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের ৪৫ শতক জায়গা কোবলা করে দেন। সেই থেকে সেখানে স্বাস্থ্য কেন্দ্রের কাজ পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ঐ কেন্দ্রের প্রাচীর নির্মাণে সাড়ে ১৬ লক্ষ টাকা টেন্ডার হয়। টেন্ডার পেয়ে ঠিকাদার জনৈক রাসেল কাজ করতে গেলে ঐ জমি দাতাদের পক্ষ থেকে সীমানা জটিলতা নিয়ে বাঁধা প্রদান করে। এ নিয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমির নির্দেশে সার্ভেয়ার মাপ জরিপ পূর্বক সীমানা নির্ধারন করে ফ্লাগ দিয়ে আসে। এরপরও তারা না মানায় গতকাল আইন শৃঙ্খলা মিটিঙে বিষয়টি উঠে আসলে, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ বিষয়ে বাঁধাপ্রদানকারী মাজেদ ও রাশেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 6,241,138 total views, 4,349 views today |
|
|
|