Site icon suprovatsatkhira.com

রমজানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারেশকাম সনদ না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগর অফিস: ওয়ারেশকাম সনদ পত্র না পাওয়ায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রাশিদুল ইসলাম। রবিবার (১২জানুয়ারি) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাতড়াখোলা গ্রামের সামছুর রহমানের কলেজ পড়–য়া ছেলে রাশিদুল ইসলাম জানান, সে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের পলিটিকাল সাইন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও বংশীপুর শাহী মসজিদ মাদরাসা থেকে দাওরা হাদীস পাশ করেছিল। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন অদৃশ্য শক্তিতে তার ওয়ারেশকাম সনদ পত্র প্রদান করছেন না। রমজাননগর ইউনিয়ন পরিষদ তার নাগরিক সনদ পত্র, জন্ম নিবন্ধন সনদ পত্র, প্রত্যয়ন পত্র দেন। জাতীয় পরিচয় পত্র থাকা সত্তে¡ও চেয়ারম্যান শেখ আল মামুনের কাছে বৈধ ভাবে ওয়ারেশকাম সনদ পত্র আবেদন করেও পাচ্ছে না। তার জাতীয় পরিচয় আইডি নম্বর ৬৪৫৩০১৭৬৬৪, জন্ম তারিখ- ০১/১২/১৯৯৬। সে একজন ভোটার। তার পিতার মৃত্যুর পর ওয়ারিশকাম সনদপত্র বিশেষ প্রয়োজন হওয়ায় চেয়ারম্যান শেখ আল মামুন কোন মতেই ওয়ারিশকাম সনদপত্র দিচ্ছে না। সম্পূর্ণ অন্যায় ভাবে চেয়ারম্যান তাকে ওয়ারিশকাম সনদপত্র না দিয়ে অযথা হয়রানি করছেন। ইউনিয়ন পরিষদ জনগণের সেবা দানের স্থান হলেও তাকে নিয়ে হয়রানির স্থান বানিয়েছেন। চেয়ারম্যান শেখ আল মামুন অযৌক্তিক, অন্যায় ভাবে ইচ্ছাকৃতভাবে তার ওয়ারিশকাম সনদপত্র দিচ্ছেন না। রাশিদুল ইসলামের ওয়ারিশকাম সনদপত্র পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version