Site icon suprovatsatkhira.com

শ্যামনগর পল্লী বিদ্যুৎ পরিচালক পদে কুদরত-ই- খোদা কচি জয়ী

এস, এম, মোস্তফা কামাল শ্যামনগর অফিস: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি- ৭নং নির্বাচনি এলাকা শ্যামনগর অঞ্চলের এলাকা পরিচালক পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তারা হলেন, কুদরত-ই- খোদা (কচি) (বৈদ্যুতিক পাখা) ও আব্দুল হাই (বাল্ব প্রতীক)। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ১২টি বুথে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন- অধীর চন্দ্র বর্মন, উপ-পরিচালক (অর্থ) বাংলাদেশ পল¬ী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা। মোট ভোট পড়েছে ১ হাজার ৮ শত ৬০ টি। বাতিল হয়েছে ৩ টি। এতে কুদরত-ই- খোদা (বৈদ্যুতিক পাখা) নিয়ে পেয়েছেন ১ হাজার ১০০ ভোট। তার প্রতিদ্বন্দি আব্দুল হাই (বাল্ব প্রতীক) নিয়ে পেয়েছেন ৭ শত ৫৭ ভোট। উক্ত নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন কালিগঞ্জ পলি¬ বিদ্যুৎ সার্কেলের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই ছিদ্দিক। নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, শ্যামরগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ শিকদার, শ্যামনগর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মধুসুধন রায়। আগামী তিন বছরের জন্য শ্যামনগরে পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক-৭ এর আওতায় নির্বাচিত হয়েছেন কুদরত-ই- খোদা (কচি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version