Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই জানুয়ারি) সুন্দরবন বাজারে মুন্সিগঞ্জ এলাকা বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ই জানুয়ারি) সংবাদ সম্মেলনে যোতিন্দ্রনগর (মরগাঙ) গ্রামের মৃত নবীন মন্ডলের ছেলে বিরিঞ্চি মন্ডল তার লিখিত বক্তব্যে বলে ছিলেন, নদীর ধারের জমি মৎস্য চাষের জন্য উপযুক্ত হওয়ার কারণে বিগত ২০০৬ সালের দিকে একই এলাকার মৃত. জলিল মোড়লের ছেলে বর্তমানে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মৎস্য চাষ করার জন্য আমাদের বনজীবী হিন্দু সম্প্রদায়ের খন্ড খন্ড সম্পত্তি হারি দেওয়ার শর্তে গ্রহণ করে। এছাড়াও বিগত ২০০৭ সালে হরিনগর মৌজায় ৩৪৩ নং খতিয়ানে ৫৪ শতক সম্পত্তি একই এলাকার ওয়াজেদ মোড়লের কাছ থেকে আমার কন্যা ঠাকুর রানী মন্ডলের নামে ৩৩ শতক এবং আমার ভাই সাধু চরণ মন্ডলের নামে আরো ২১ শতক সম্পত্তি ক্রয় করি। উক্ত সম্পত্তিও ওই আবুল কাশেম হারি দেওয়ার শর্তে গ্রহণ করে এবং ২০০৭ সালের হারির টাকাও পরিশোধ করে। কিন্তু তারপর থেকে উক্ত সম্পত্তির কোন হারির টাকা না দিয়ে অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছে। শুধু আমাদের সম্পত্তিই নয় অত্র এলাকার অনেক অসহায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিও কৌশলে নিজের ভাই ও আত্মীয়দের হারির নামে অবৈধভাবে দখল করে মৎস্য চাষের ব্যবস্থা করে দিয়েছে। তার অত্যাচারে ইতোমধ্যে প্রায় ৫টি হিন্দু পরিবার পৈতৃক সম্পত্তি ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। বাকি ৪টি হিন্দু পরিবারকে ভারতে যেতে বাধ্য করতে নির্যাতন চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান কাশেম ও তার ভাই নজরুল এবং সহযোগী বায়েজিত ঢালী। হারির টাকা বা জমি ফেরত চাইতে গেলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হওয়ায় উক্ত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন করেন। এছাড়া সামনের নির্বাচনকে উপলক্ষ করে একদল প্রতিপক্ষ বিরিঞ্চিকে দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছেন বলে দাবি করেছেন মানববন্ধনে। বিরিঞ্চির সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধনে নিত্যানন্দ তার বক্তব্যে বলেন, চেয়ারম্যান আবুল কাশেম দুই দুইবার সাতক্ষীরা জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। একদল কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্য এ সংবাদ সম্মেলন করেছে। আমার জানা মতে তিনি আদৌ এ সমস্ত কর্মের সঙ্গে জড়িত ছিল না। আব্দুর রব বলেন, আবুল কাশেম মোড়ল গত দুই দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সুখে দুঃখে সবসময় জনগণের পাশে থাকেন তিনি। কিন্তু বর্তমানে একদল স্বার্থান্বেষী কুচক্রী মহল তার নামে এ সমস্ত অপবাদ ছড়াচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version