জানুয়ারি ১০, ২০২০
মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে কলারোয়ায় প্রেস ব্রিফিং
কলারোয়া অফিস : মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে কলারোয়ায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১০জানুয়ারী ২০২০ তারিখ থেকে ক্ষণগণনা শুরু বিষয়ক সাংবাদিকদের নিয়ে ওই প্রেস ব্রিফিং উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সালের সময়কে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী এবং মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য সূচনা হিসাবে আগামী ১৭ মার্চ ২০২০ তারিখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষকে সামনে রেখে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। 8,224,470 total views, 4,462 views today |
|
|
|