প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগ কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ০৫ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি.এম আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কলারোয়া শাখার কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গফফারকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।