Site icon suprovatsatkhira.com

মানিকখালী রমজাননগর পাকা সড়কটির বেহাল দশা

রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে মানিকখালী-রমজাননগর পাকা সড়কটির বেহাল দশায় পরিনত হয়েছে । যেন দেখার কেহ নাই। সরজমিনে দেখা যায় রাস্তাটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ইট,বালু ও পিচ ঢালাই উঠে সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে। সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় সড়কটি কাঁদা পানিতে ভরে যায়। এর মধ্যে দিয়েই হেলে-দুলে চলছে যানবাহন। যাতায়াত করতে ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালরা। রমজাননগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের প্রধান ভরসা এই রাস্তাটি। পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। বাস রুট না থাকলেও অটো, মটর ভ্যান, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে। প্রাথমিক , মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের এ রাস্তা ধরেই যাতায়াত করতে হয়। এলাকার বহু কর্মজীবী মানুষের চলাচলের মাধ্যম এ রাস্তাটি। প্রতিদিন বহু অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা নিতে এ রাস্তা ধরে চলতে হয়। যার ফলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। সবমিলিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তাটির গুরুত্ব অপরিসীম। জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন সুধী মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version