Site icon suprovatsatkhira.com

ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ায় পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। সোমবার (৬জানুয়ারী) ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আফসার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: গফুর ও বিদ্যোৎসাহী সদস্য ডা: মো: শফিকুল ইসলাম। এসময় অভিভাবক সদস্য মো: আনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন, সমাজসেবক আ: রশিদ ও ব্র্যাক কর্মসূচী সহকারী মো: শাহিন আলম সহ অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় থেকে এ+ ১২জন, এ গ্রেড ৬০জন, এ- ২৮জন, বি-গ্রেড ৬জন এবং সি গ্রেড পেয়েছে ৬জন। পরীক্ষায় ১১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই পাশ করে। প্রধান অতিথি ১২জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মানী পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া করেন হাফেজ আক্তার হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাক ওয়াশ কর্তৃক নির্মিত ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ পানি পানের জন্য ওয়াটার পয়েন্ট এবং একটি ল্যাট্রিনের উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version