জানুয়ারি ৬, ২০২০
ভৈরব নদীতে কয়লা বোঝাই জাহাজ ডুবি দুর্ঘটনার আশঙ্কা
খুলনা প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানাধীন আটরা শিল্পাঞ্চলের আমতলা খেয়াঘাট সংলগ্ন পূর্ব মশিয়ালীর (নন্দী ঘাটে) মোংলা থেকে নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসা কয়লা বোঝাই জাহাজ এম ভি জিহাদুল- ১ গত ২৫ ডিসেম্বর বেলা ৩ টার সময় জাহাজের তলা ফেটে ডুবে যায় । জাহাজ ডুবির ১২ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। সোমবার ভোর ৫ টার দিকে একটি মাছ ধরা নৌকা কুয়াশায় কিছু দেখতে না পেয়ে ডুবন্ত কয়লা বোঝাই জাহাজের উপর তুলে দেয়। স্থানীয় বাসিন্দা মো: সাব্বির হোসেন বলেন বিশেষ করে রাতে প্রয়োজনীয় সিগনাল বাতি ব্যবহার না করার কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । জাহাজ ড্রাইভার মো: জুলহাস বলেন ডুবুরি না পাওয়ায় এবং কিছুদিন বৈরী আবহাওয়ার কারণে জাহাজ উদ্ধার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। খুলনা বিআইডবিøউটিএ উপ পরিচালক মো: মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে অবহিত আছি, অতি দ্রুতই উদ্ধার প্রক্রিয়া শুরু হবে। 8,564,840 total views, 3,545 views today |
|
|
|