বড়দল আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সি,পি,পি-এর আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সি,পি,পি ৩নং ইউনিট টিম লিডার মো: নাজমুল হক (মিঠু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সি,পি,পি ডেপুটি ডাইরেক্টর গোলাম কিবরিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা টিম লিডার আঃ জলিল, বড়দল ইউনিয়ন টিম লিডার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উক্ত সভায় মো: নাজমুল হক (মিঠু) দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় অব্যাহতি নেন এবং তার স্থলে বড়দল ইউনিয়নের ৩নং ইউনিটের উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মোছা: মঞ্জুয়ারা খাতুনকে ৩নং ইউনিট টিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।