জানুয়ারি ৫, ২০২০
বড়দলে ভ্যান শ্রমিকের গাড়ি লাথি মেরে ফেলে দিলেন চেয়ারম্যান আলিম মোল্লা
![]() আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মো: হাবিবুর রহমানের অটো ভ্যান গত ৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় হান্নান সোনার অটো মিলের সামনে গাড়ি রেখে জরুরী ওষুধ কেনার জন্য দোকানে গেলে ওই সময় চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। উক্ত স্থানে ভ্যান রাখা যাবে না বলে আগেই নিষেধ করেছিলেন চেয়ারম্যান। কিন্তু ভ্যান শ্রমিক হাবিবুর রহমানের জরুরী ওষুধ কেনার প্রয়োজন বোধ করায়, উক্ত স্থানে ভ্যান রেখে চলে যায়। চেয়ারম্যান আব্দুল আলী মোল্লা ভ্যান দেখে রাগান্বিত হয়ে ভ্যানে লাথি মেরে রাস্তার পাশে ফেলে দেয় এবং চৌকিদারকে লাঠি এনে ভ্যান শ্রমিককে মারার জন্য নির্দেশ দেয়। বিষয়টি জানাজানি হলে বড়দল ইউনিয়নের সকল ভ্যান শ্রমিক ঐক্যজোট হয়ে গতকাল রবিবার বিকাল ৫ টার পরে গোয়ালডাঙ্গা বাজার বকুল তলায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আলোচনা শেষে বাজারে ভ্যান শ্রমিকেরা একটি প্রতিবাদ মিছিল বের করে। শ্রমিকের গাড়িতে লাথি মারার কারণে শ্রমিক নেতারা ৪৮ ঘণ্টা সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয় । চেয়ারম্যান উক্ত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে মঙ্গলবার সকাল থেকে বড়দল ইউনিয়নের সকল শ্রমিক সংগঠন সাথে নিয়ে জোরালো প্রতিবাদ করার ঘোষণা দেয়। শ্রমিকেরা তাদের বক্তব্যে বলে, আমরা শ্রমজীবী মানুষ। আমরা ভুল করতেই পারি তাই বলে আমাদের কি কোন মান সম্মান নেই? আমাদের যে গাড়ির উপর ভরসা করে সংসার চালাতে হয়, সেই গাড়িতেই চেয়ারম্যান সাহেব কি করে লাথি মারলেন? আমরা জেলা উপজেলা শ্রমিক লীগসহ সরকারের কাছে বিচার চাই। এসময় উপস্থিত ছিলেন অটোভ্যান শ্রমিক সভাপতি আজারুর গাজি, যুবলীগ নেতা ও সাংবাদিক সাহেব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন সহ এলাকার সচেতন জনগণ। 6,248,289 total views, 2,107 views today |
|
|
|