Site icon suprovatsatkhira.com

বিনা উদ্ভাবিত প্রযুক্তি বিষয় শীর্ষক কর্মশালা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিনা উপকেন্দ্র ট্রেনিং কমপ্লেক্স এ বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ)’র অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সহযোগিতায় বিনা ময়মনসিং মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্প্রসারণ অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় গবেষণা অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ, ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান, বিসিসিটিএফ বিনা ময়মনসিং প্রকল্প পরিচালক ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের সম্প্রসারণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় ১০০ জন কৃষক, জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মাসুম সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. আল-আরাফাত তপু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version