Site icon suprovatsatkhira.com

বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন পরিচালিত কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের প্যারামেডিকেল ও নার্সিং টেকনোলোজী কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের মনিরামপুর শাখার পরিচালক ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. বাবর আলী, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের প্রশিক্ষক খাদিজা পারভীন, ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান বলেন, শিক্ষার কোন শেষ নাই। যেখানে যা কিছু শিখতে হবে ভালো করে শিখতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমাদের স্বনির্ভর হতে হবে। চাকরির জন্য বসে না থেকে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে সমৃদ্ধ করতে হবে। তিনি সকলের সাফল্য কামনা করে বলেন, আপনাদের সাফল্যে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version