বড়দল আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) সকালে ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের আয়োজনে সকালে পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা অফিস চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার লেয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন, আব্দুল আলিম মোল্ল্যা, আকের আলী গাজী, ওহাব গাজী, মো: সাহাবুদ্দীন বিশ্বাস, আকবর আলী গাজী, আব্দুস সাত্তার গাজী, সেরাজুল ইসলাম সানা, মনছুর মালি, সোহরাব গাজী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা আকবর আলী।