ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সমিতি জেলা শাখার সভাপতি গ্রাম ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গ্রাম ডা. হাবিবুর রহমান, গ্রাম ডা. আব্দুল গফ্ফার, গ্রাম ডা. আব্দুল্লাহ আল-মামুন, গ্রাম ডা. আশরাফ হোসেন, গ্রাম ডা. অপূর্ব মজুমদার, গ্রাম ডা. শফিকুল ইসলাম, গ্রাম ডা. জামিলুল বাসার, গ্রাম ডা. রফিকুল ইসলাম, গ্রাম ডা. অহিদুজ্জামান, গ্রাম ডা. এম.এ হাসান, গ্রাম ডা. অর্নিবার্ণ সরকার, গ্রাম ডা. রিপন ঢালী, গ্রাম ডা. প্রশান্ত ঢালী, সদস্য গ্রাম ডা. মোস্তাক আহমেদ, গ্রাম ডা. আবু বক্কর, গ্রাম ডা. প্রদীপ ঘোষসহ বিভিন্ন এলাকার গ্রাম ডাক্তার সমিতির নেতৃবৃন্দ।