Site icon suprovatsatkhira.com

প্রকৃত বাস মালিকদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে : এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরে সাধারণ বাস মালিকবৃন্দের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরাকে যেন কোন অশুভ শক্তি অশান্ত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিরাজমান সমস্যা দূর করতে প্রকৃত বাস মালিকদের অংশগ্রহণে অবাধও সুষ্ঠু নির্বাচন হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ আলাউদ্দিন প্রমুখ। এসময় সাধারণ বাস মালিকরা তাদের বক্তব্যে বলেন, আগামী ১৮ জানুয়ারি ২০২০ তারিখ সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নির্ধারণ করা হয়েছে। গাড়ির ফিটনেস, বøুবুকসহ কাগজপত্র অনুযায়ী ৫২ জনকে ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে অথচ মোট বাস মালিক ২৮৬ জন। সে কারণে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে প্রকৃত বাস মালিকদের গাড়ির ফিটনেস, বøুবুকসহ কাগজপত্র ঠিক করে তাদেরকে ভোটার তালিকায় অন্তভূক্ত করার দাবি জানিয়েছে। তাহলে সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলে জানান সাধারণ বাস মালিকবৃন্দ। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনি মতবিনিময় সভায় সাধারণ বাস মালিকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version