Site icon suprovatsatkhira.com

পিরোজপুর জেলা দলকে ৪-১ গোলে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ : সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র আয়োজন এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক সাতক্ষীরা মো. হুসাইন শওকত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। উদ্বোধনি খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, শেখ নাসেরুল হক প্রমুখ। তবে স্থানীয় সরকার উপপরিচালক মো. হুসাইন শওকত সভাপতিত্ব করলেও তাবে অনুষ্ঠানে কোন বক্তব্য দেননি। এছাড়াও গুঞ্জন উঠেছে জেলা ফুটবল ফেডারেশনের নানা অব্যবস্থাপনারও। ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২০’ এর উদ্বোধনি ফুটবল খেলায় অংশ নেয় স্বাগতিক সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম পিরোজপুর জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে সাতক্ষীরা জেলা দল ২ গোল করে জয়ের লক্ষে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলায় সাতক্ষীরা জেলা দল আরো ২টি গোল করে। পিরোজপুর জেলা দল ১টি গোল করে। ফলে ৪-১ গোলে সাতক্ষীরা জেলা দল পিরোজপুর জেলা দলকে হারিয়ে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা দলের পক্ষে খেলোয়াড় আরিচ ১টি, মহানন্দ ১টি, লিটন ১টি, বেল্লাল ১টি গোল করে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, সমন্বয়কারী মো. আহম্মাদ আলী সরদার, কোচ ইকবাল কবির খান বাপ্পি, কিরণ¥য় সরকার, সমন্বয়কারী মাধব দত্ত, শেখ মাসুদ আলী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version