পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলন সভায় সাবেক শিক্ষার্থীরা পুরাণ দিনের স্মৃতির আড্ডায় মিলিত হয়ে দিনভর আনন্দে-উল্লাসে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে সময় কাটালেন। শোভাযাত্রা, ফুলের শুভেচ্ছা, আলোচনা সভা, ক্রেস্ট উপহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয় প্রঙ্গনে ১৯৯৬-২০১৯ সাল পর্যন্ত এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে পুনর্মিলন সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাদানা ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষক রনজিৎ কুমার সরদার, শিক্ষক মঈনুদ্দীন দফাদার, আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম, ঠাকুরদাশ সরদার, সিদ্দিক শিকারি, মাহাবুবুর রহমান, আমিনুর রহমান, মোমিন সরদার, মোল্লা আনিছুর রহমান, আবুল বাসার। বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় পুনর্মিলন সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক সুকদেব রায়, প্রশান্ত সানা, আ: হালিম, শ্যামল সানা, তরুন কান্তি সানা, গোপাল মন্ডল, এনামুল হোসেন, রাজিব মন্ডল, আয়োজক কমিটির সভাপতি সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার জিয়ারুল ইসলাম, সোহেল গাজী, মওদুদ আহম্মদ, পিন্টু সরদার, রকি সহ অনেকে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান।
পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/