পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরের মিষ্টি পুকুরের প্রবাস ও মল মিশ্রিত পানি দিয়ে খাবার রান্না সহ চা তৈরি হচ্ছে। এসব দেখার যেন কেউ নেই। প্রশাসন সহ জন প্রতিনিধিরা কথার ফুলঝুরি ছড়ালেও বাস্তবে তার লক্ষণ নেই। পাইকগাছার পৌর সদরে মধুমিতা পার্ক নামে ছোট্ট একটি পার্ক রয়েছে। যার মধ্যস্থলে রয়েছে মিষ্টি পুকুর নামে একটি পুকুর। উক্ত পুকুরের পানি পান করে পৌর সদর সহ আশ পাশ এলাকার লোকজন। পুকুরের পানি দিয়ে প্রতিদিন পৌর সদরের প্রায় ২০ টি হোটেলে ভাত, মাংস তরিতকারী রান্না করা হয়। যে রান্না খাবার পাইকগাছার অফিসার মহল থেকে শুরু করে সর্ব স্তরের জনগণ ভক্ষণ করে থাকে। আবার পাইকগাছায় যখন বড় বড় অনুষ্ঠান হয় তখনও একই পানির রান্না খাবার বিতরণ হয়ে থাকে। এ ছাড়া পাইকগাছায় শতাধিক চা এর দোকানে এ পানি সরবরাহ হয়ে থাকে। যে পানির তৈরি চা পান করে হাজার হাজার জনগণ। অথচ রাতের আধারে অনেকে মলমূত্র ত্যাগ করে পুকুর পাড়ে। যে মলমূত্র ও প্রবাস বৃষ্টির পানিতে ধুয়ে পুকুরের পানিতে মিশে যায়। পুকুরটি জেলা পরিষদের হওয়ায় পৌরসভা কোন ভূমিকা পালন করে না। আবার প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরও সত্যতা স্বীকার করে বলেন পুকুরটি জেলা পরিষদের। আমাদের অনুকুলে আনার জন্য দু’বার আবেদন করেও ফল হয়নি। তবে কিছুদিন পূর্বে সংরক্ষণের চেষ্টা করেছিলাম। এলাকার সচেতন মহল এই বিশাল জন গোষ্ঠীকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ানো ও পানি পান করানোর জন্য পুকুরে অস্বাস্থ্যকর ও বিষাক্ত পানি হোটেল, রেষ্টুরেন্ট চা এর দোকান সহ পার্শ্ববর্তী বাড়িতে সরবরাহ বন্ধ করে পুকুরটি সংরক্ষণের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় অস্বাস্থ্যকর পুকুরের পানি পান করছে স্থানীয়রা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/