Site icon suprovatsatkhira.com

পাইকগাছার দেলুটিতে বিরোধপূর্ণ জমি নিয়ে বঙ্গবন্ধু চত্বরে দু’পক্ষের বৈঠক

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে রবি সরদার ও মজিদ-মোস্তফাদের মধ্যে চিংড়ি ঘেরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি নিয়ে সলিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানার বঙ্গবন্ধু চত্বরে বৈঠকে ওসি এমদাদুল হক শেখ দুপক্ষকে জানিয়ে দিয়েছেন কোন ভয়ের কারণ নেই, নিস্পত্তি না হওয়া পর্যন্ত যে-যে ভাবে দখলে রয়েছেন, সে-সেই ভাবে দখলে থাকবেন। শান্তিপুর্ন পরিবেশ বা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোন প²ই কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বৈঠকে মজিদ ও তাদের আইনজীবীরা বলেন, এ মৌজায় ২টি নিলামে প্রায় ২৮ একর সম্পত্তি ক্রয় করে তারা অনেক পরিবার এ জমি ভোগ দখলে রয়েছেন। বর্তমান জরিপে রেকর্ড সহ খাজনা দিয়ে আসছেন। তবে এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলছে। অন্যদিকে রবি সরদার ও তাদের আইনজীবীরা জানান, এ সম্পত্তি তাদের বাপ-দাদাদের।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version