জানুয়ারি ১, ২০২০
পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতের সকালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২০ উদ্বোধন
![]() ডেস্ক রিপোর্ট: শীতের সকালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব ২০২০ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘২০২০ সাল বাঙালী জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে, এ বছরে জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালিত হবে। বিশ্বের বুকে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে বছরের শুরুতে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে বঙ্গবন্ধুকে নিয়ে নন্দিত আলোচনা করা হয়। বঙ্গবন্ধু বাঙালী জাতির অহংকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা থাকতে হবে।’ 6,222,964 total views, 1,027 views today |
|
|
|