জানুয়ারি ২৪, ২০২০
পলাশপোল মধুমল্লারডাঙ্গীতে জমি দখলের পাঁয়তারা
![]() নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মধুমোল্লারডাঙ্গীতে মায়ের নিকট থেকে হেবাকৃত জমিতে নির্মাণ কাজ বন্ধ করে জমি জবরদখলের পাঁয়তারা করছে মাদকসাক্ত যুবক ফারুক হোসেন। থানার অভিযোগ ও দলিল সূত্রে জানা গেছে, শহরের পলাশপোল এলাকার মধুমোল্লারডাঙ্গীর মৃত বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন তার মায়ের নিকট থেকে হেবামূলে ২.৩২ শতক জমি প্রাপ্ত হয়েছেন। ওই জমিতে তিনি বর্তমানে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি সকালে মারুফ হোসেন তার ওই জমিতে শ্রমিক দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছিলেন। এ সময় তার বড়ভাই মাদকাসক্ত ফারুক হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই জমিতে কর্মরত শ্রমিকদের মারপিট করে। এ সময় ফারুক হোসেন তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে ফারুক হোসেনের উপরও চড়াও হয়। এক পর্যায়ে মারুফ হোসেন তার নিজের ও শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ বন্ধ করে দেন। এদিকে সরজমিনে জানা যায়, মারুফ হোসেন ওই জমি তার মায়ের নিকট থেকে তিনি হেবা ঘোষণা মূলে প্রাপ্ত হয়েছেন। মা মনোয়রা বেগম ছেলে মারুফ হোসেনর নামে হেবা দলিল করে দিয়েছেন। কিন্তু বড়ভাই ফারুক হোসেন তার ছোটভাই মারুফ হোসেনকে হুমকি-ধামকি দিচ্ছেন টাকার জন্য। এবং তাকে জীবননাশেরও হুমকি দিচ্ছে। এ ঘটনায় মারুফ হোসেন সাতক্ষীরা সদর থানায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। যার নাং-১৬১২। অভিযোগে আরও জানা যায়, সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গীর মৃত বিল্লাল হোসেন দুই ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী মনোয়ারা বেগমকে রেখে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর সিটি ব্যাংকে বন্ধক রেখে নেওয়া ঋণও পরিশোধ করছেন মারুফ হোসেন। এদিকে, বড় ছেলে ফারুক হোসেন মাদকাসক্ত হওয়ায় ব্যবসা-বাণিজ্য ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সাতক্ষীরা ছেড়ে পরিবার নিয়ে চলে যায়। এ অবস্থায় মারুফ হোসেন ওই জমি সংক্রান্ত ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করছেন। ক্ষতিগ্রস্ত মারুফ হোসেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তার নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন। মাদকাসক্ত ফারুক হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী তাকে হুমকি-ধামকি প্রদর্শন করছে। তিনি যে কোনো সময় ফারুক হোসেন ও তার বাহিনীর দ্বারা জানমালের ক্ষয়ক্ষতির আশংকা করছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 6,208,533 total views, 3,664 views today |
|
|
|