জানুয়ারি ২০, ২০২০
নবজীবন ইনস্টিটিউটে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
![]() ডেস্ক রিপোর্ট: নবজীবন ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নবজীবন ইনস্টিটিউট ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দু দিনব্যাপী পরিচালনা কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন শ্রেণি ও বিভাগের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবজীবন ইনস্টিটিউটের অভিভাবক সদস্য আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এম এম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, আবুল হোসেন, অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, মীর ফখরউদ্দীন আলী আহমেদ, শিক্ষক আবুল কালাম আজাদ, ডা.আমিনুর রহমান, অহিদুজ্জমান খান, তানজিলা খাতুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম এম মাহমুদুর রহমান বলেন ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বেশি বেশি মনোযোগ,আস্থা, আনন্দ এবং লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। এ সময় ছাত্র,শিক্ষক,অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । 6,202,346 total views, 1,743 views today |
|
|
|