নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় ইউনিয়ন স্যানিটেশন টাস্ক ফোর্স এর সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে ও অক্সফ্যামের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো.আবু সালেহ বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসডিজি উপজেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ইউপি সদস্য আব্দুল গফুর ঢালি, আব্দুস সালাম, আবুল বাসার সহ সুশীলন প্রতিনিধি শহিদুল ইসলাম ও দিবাকর ঘোষ।
6,222,711 total views, 774 views today