শ্যামনগর অফিস: আটুলিয়ার নওয়াবেঁকী হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় আটুলিয়া ইউনিয়ন পর্যায়ে ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী কামরুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, দীনেশ চন্দ্র মন্ডল, বাবুলাল মিস্ত্রি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৫০টি বিষয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সাংস্তৃতিক প্রতিযোগিতায় সার্বিক দিক নির্দেশনায় ছিলেন প্রধান শিক্ষক জেসমিন নাহার ও শিক্ষক মঈনুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।