জানুয়ারি ১৪, ২০২০
দেবহাটায় নগদ টাকাসহ ৬জুয়াড়ী আটক
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জুয়া খেলার সময় নগদ টাকা সহ ৬ চিহ্নিত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে টিকেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। আটক হওয়া জুয়াড়িরা হলেন উপজেলার টিকেট পূর্বপাড়ার আব্দুল জলিল খাঁ’র ছেলে মিন্ট খাঁ (৩২), একই এলাকার তালেব গাজীর ছেলে আসাদুল গাজী (২৭), রেজাউল গাজীর ছেলে মহিনুর গাজী (৩০), মৃত কিষ্টুপদ সরকারের ছেলে শ্যামল সরকার (৩২), মৃত কওসার আলী ছেলে বুলবুল শেখ (৩৫), মৃত হামজা গাজীর ছেলে রেজাউল গাজী (৫৬)। আটক হওয়া জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারা মোতাবেক দেবহাটা থানায় ৩ নং মামলা দায়ের হয়েছে। এবিষয়ে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকেটের একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। তারা একটি রুম ভাড়া নিয়ে প্রতিনিয়ত জুয়া খেলা পরিচালনা করত। পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে আইনের আওতায় এনেছে। জুয়া, মাদক, সন্ত্রাসীসহ সব ধরনের অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান তিনি। 6,241,327 total views, 4,538 views today |
|
|
|