জানুয়ারি ২, ২০২০
দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস ও মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস ও মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জি.এম লোকমান হোসেন, সাবুর আলী প্রমুখ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট প্রমুখ। 9,151,419 total views, 12,892 views today |
|
|
|