জানুয়ারি ১, ২০২০
দেবহাটার বিভিন্ন বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব
![]() দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এই বই বিতরণের উদ্বোধন করেন। দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ছাত্র-ছাত্রীদেরকে বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। পরে দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলে বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, শিক্ষক সিদ্দিক আহম্মেদ মিঠু, শিক্ষক গৌর চন্দ্র পাল ও অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। 6,208,414 total views, 3,545 views today |
|
|
|