Site icon suprovatsatkhira.com

দুর্যোগ সহনশীল ঘরের ভিত্তি প্রস্থের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ হাসিনার অসহায় ও গৃহহীনদের আশ্রয়ণের জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আর তিনি এ স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে সারা দেশে আশ্রায়ণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দেবহাটার সখিপুরে অতি দরিদ্রদের জন্য দুর্যোগ সহনশীল ঘরের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় ২ লক্ষ ৯৯ হাজার ৮ শত ৪০টাকা ব্যয়ে সখিপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সখিপুর গ্রামের শেখ মোহাম্মাদাদ আলী স্ত্রী তানজিলা বেগমের এ ঘরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথি ছিলেন সদ্য সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবুর আলী, আব্দুর রব লিটু, কে.এম রেজাউল করিম, আজিজুল হক আরিফ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version