Site icon suprovatsatkhira.com

দক্ষিণ আলিপুরে ঘেরের মাটি কেটে খাল ভরাটের অভিযোগ

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সাতক্ষীরা সদরের দক্ষিণ আলিপুরে ঘেরের মাটি কেটে খাল ভরাটের অভিযোগ উঠেছে কিছু ঘের মালিকের বিরুদ্ধে। শনিবার (১৮জানুয়ারী) সকাল ১০টায় সরজমিনে গিয়ে দেখা যায় যে, দক্ষিণ আলিপুরের কিছু ঘের ব্যবসায়ী মেশিনের মাধ্যমে ঘেরের মাটি কেটে ঘোষখালী খালে দিচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে কিছু লোক জানান দক্ষিণ আলিপুরে ওমর আলী, পিতা-মৃত অজিহার, সফিকুল, পিতা মৃত আব্দুল রশিদ সরদার, খোকন, পিতা আনোয়ার সরদার ঘেরের মাটি কেটে ঘোসখালীর খালে মাটি দিয়ে ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি করছে। যেখানে বাংলাদেশ সরকার জলাবদ্ধতা নির্মূলের জন্য নদী-খাল খননের জন্য উদ্যোগ নিয়েছে সেখানে কিছু অসাধু লোক নিজেদের স্বার্থ হাচিলের জন্য চক্রান্ত চালিয়ে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এবিষয়ে ঘের মালিক ওমর আলীর সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে জানান আমি বুঝতে পারিনি এটা আমার ভুল হয়েছে এবং আগামী কালকের ভিতরে খাল থেকে মাটি সরিয়ে ফেলব। তবে উল্লেখ যে এই খাল দিয়ে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের শত শত ঘেরের পানি চলাচলের জন্য একমাত্র মাধ্যম ঘোষখালী খালটি। এজন্য এলাকা বাসী প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version