জানুয়ারি ২২, ২০২০
ঝাউডাঙ্গায় ৮ দলীয় বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
![]() ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝাউডাঙ্গা মাঠে শত শত দর্শকের উত্তেজনাপূর্ণ ৮ দলীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ খেলার উদ্বোধন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। ১ম রাউন্ডে কলারোয়া ক্রিকেট একাদশ ও তুজলপুর ক্রিকেট একাদশের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে ফাইনাল খেলায় প্রতিদ্ব›িদ্বতা করে চুপড়িয়া ক্রিকেট একাদশ বনাম ডুমুরিয়া ক্রিকেট একাদশ। টানটান উত্তেজনার মধ্যে ডুমুরিয়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও চুপড়িয়া ক্রিকেট একাদশ রানার্সআপ অর্জন করে। বিকালে খেলা শেষে আলোচনা অনুষ্ঠানে রমজান আলী বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ উন্নত হচ্ছে যা আগে কোন সরকারের আমলে হয়নি। তিনি প্রধানমন্ত্রীসহ সকল শহিদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া চান। বিশেষ অতিথি ছিলেন এস এম শওকত হোসেন, শাহাজান আলী, মাস্টার আনিস উদ্দিন, প্রভাষক হাসান মাহমুদ রানা, অমের ন্দ্রনাথ ঘোষ, তারকনাথ পাল, প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, সোহরাব হোসেন সাজু, শেখ আব্দুল খালেক, আব্দুল রশিদ, জাহিদ হোসেন, খলিলুর রহমান, রেজাউল করিম, প্রমুখ। সমগ্র খেলাটি পরিচালনা করেন ম্যাচ আম্পিয়ার পাপন ঘোষ ও মামুন হোসেন। খেলায় ধারাভাষ্য ছিলেন দেবাশীষ রানা। 6,241,163 total views, 4,374 views today |
|
|
|