জানুয়ারি ১৫, ২০২০
ঝাউডাঙ্গায় হাজিপুর পৌষ সংক্রন্তি মেলা অনুষ্ঠিত
![]() ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর শ্রী শ্রী শ্মশান কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই জানুয়ারি) বিকাল থেকে শুরু হয়ে এ মেলা চলে সন্ধ্যা পর্যন্ত। এ মেলায় আনন্দ বাজার, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে। এ মেলা সর্ম্পকে জানতে চাইলে আয়োজক কমিটি বলেন বহু বছর আগ থেকে এখানে প্রতি বছর পৌষ সংক্রন্তি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় গোপাল চন্দ্র মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডল, সদস্য জয় মন্ডল, সুব্রত সরকার, প্রশান্ত রায়, বিক্রম সরকার সহ শতশত নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত ছিল। সমগ্র মেলা ও অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা শ্রী শ্রী শ্মশান পৌষ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু বিজন কুমার মন্ডল। 6,208,088 total views, 3,219 views today |
|
|
|