Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় মাদক বিরোধী সমাবেশ

 

ঝাউডাঙ্গা প্রতিনিধি: “মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দকাটি গ্রামবাসীর আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আনিস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলাম তার মধ্যে সকল মাদক ব্যবসায়ীকে আত্মসমার্পণ করতে হবে। সকল মাদক ও জঙ্গিবাদের আস্তানা ভেঙে-চুরে গুঁড়িয়ে দেওয়া হবে। আরো বলেন, প্রয়োজনে এখানে অপারেশন সার্চলাইট চালানো হবে। তিনি এলাকা বাসীর সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর থানার ওসি তদন্ত অফিসার আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দনাথ ঘোষ, আব্দুল মালেক, আব্দুল খালেক, আতিকুর রহমান আতিক, মনিরুজ্জামান (মিনু), অহিদুল ইসলাম, আব্দুল রশিদ, সুবীর ঘোষ, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, মাও: লুৎফর রহমান ফারুকী ও সাংবাদিকরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি মো: জাহিদ হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version