জানুয়ারি ১৪, ২০২০
ঝাউডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে কালী পূজা ও পৌষ সংক্রন্তি মেলা
ঝাউডাঙ্গা প্রতিনিধি: আগামীকাল ১৫ জানুয়ারি বুধবার থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হচ্ছে ৬দিনব্যাপি ঝাউডাঙ্গা মহাশ্মশান কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা। শ্রীশ্রী কালীপূজা ও পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির প্রাঙ্গণ নতুন সাজে সাজানো হয়েছে। ঝাউডাঙ্গা মহাশ্মশান মন্দির ও পৌষ সংক্রান্তি মেলা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ জানান, মাতৃ পূজার মধ্য দিয়ে আজ বুধবার থেকে ৬দিন ব্যাপী মহা ধুম-ধামের সাথে শুরু হবে পৌষ সংক্রান্তি মেলা। এ উপলক্ষে আজ (১৫ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় ঝাউডাঙ্গা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টার পর শুরু হবে শ্মশান কালীপূজা ও প্রসাদ বিতরণ। সন্ধ্যা ৬টায় আলোচনা ও অতিথি আলোচনা সভা। রাত ৮টার পর বাউল সঙ্গীত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর ২টায় পদাবলি কীর্তন ও আনন্দ বাজার। রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। শুক্রবার দুপুর ২টায় পদাবলি কীর্তন ও আনন্দ বাজার। রাত ৮টায় অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা। শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় আলোচনা সভা ও রাত ৮টায় ধর্মীয় যাত্রাপালা মঞ্চস্ত হবে ভক্তের ডাকে কাঁদে ভগবান। রবিবার বিকাল ৩টায় শিশু ও মহিলাদের অংশগ্রহণে খেলাধুলা ও রাত ৮টায় পরিবেশিত হবে ব্যান্ড সঙ্গীত। সোমবার বিকাল ৩টায় খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 8,288,584 total views, 10,225 views today |
|
|
|