জানুয়ারি ২৮, ২০২০
জাসদের সম্মেলন বাস্তবায়ন করতে দেবহাটায় সভা
![]() দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সম্মেলন সফল করতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) টাউন শ্রীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সহ সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। এসময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা আমির হোসেন খাঁন চৌধুরী, সদস্য আব্দুর রশীদ, রেজাউল করিম, শাহাজান সিরাজী, গোলাম বারী,মনিরুল ইসলাম (মনু)প্রমুখ। সভায় আগামী ১০ ফেব্রæয়ারী জেলা জাসদের কাউন্সিল ২০২০ সফল করার লক্ষে বিস্তারিত আলোচনা হয়। 6,248,167 total views, 1,985 views today |
|
|
|