জানুয়ারি ২০, ২০২০
ছাত্রী অপহরণের সংবাদ প্রকাশে গা-ঢাকা দিতে বিদ্যালয় ছেড়েছে চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকা
![]() নিজস্ব প্রতিনিধি: আন্দুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কন্যা শিমুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী আপহরনের দেড় মাসে উদ্ধার হয়নি ভিকটিম। বিষয়টি নিয়ে গত ১৯ জানুয়ারি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়লে অপহরণের ঘটনায় জড়িত মামলার প্রধান আসামির মা উপজেলার চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছিয়া খাতুন ও সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। আর এতে তাদের বিরুদ্ধে অভিযোগ আরো তীব্র আকার ধারণ করতে চলেছে। সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গেলে ঐ দুই শিক্ষিকাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের হাজিরা খাতায় কোন স্বাক্ষরও নেই। বাকি শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা আসেনি বলে জানান। উল্লেখ্য, সদর উপজেলার ফিংড়ী গ্রামের স্বপন কুমার মিস্ত্রির ৭ম শ্রেণি পড়–য়া কন্যাকে দক্ষিণ ফিংড়ী গ্রামের ওহিদুল শেখের ছেলে রায়হান শেখ বিভিন্ন সময় প্রেমের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে তাকে অপহরণ করে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা নং-৪ দায়ের হয়। মামলার ৩নং আসামি গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে রয়েছে। বাকিরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই শিক্ষিকার স্কুলে না আসার বিষয়ে চরবালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গল চন্দ্র রায় জানান, আমি বিদ্যালয়ের কাজে বাহিরে ছিলাম। ফিরে এসে জানতে পারি তাদের একজন ৩দিনের ছুটির আবেদন করেছেন। কিন্তু সেটি গ্রহণ এবং ছুটি প্রদান করা হয়নি। আর অন্যজন কোন ছুটি ছাড়া বিদ্যালয়ে আসা বন্ধ করেছে। তবে, বিষয়টি সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়ার নোটিস প্রদান করা হবে। 6,241,335 total views, 4,546 views today |
|
|
|