জানুয়ারি ৯, ২০২০
ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন
![]() আশাশুনি প্রতিনিধি : ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কুরুচিপূর্ণ সংবাদের প্রতিবাদে আশাশুনির কাপসÐায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে খাজরা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কাপসন্ডা বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন আশাশুনি ছাত্রলীগের সফল সভাপতি আসমাউল হোসাইন নেতৃত্ব দিয়ে দলীয় সকল কার্যক্রম সুনামের সাথে পালন করে আসছেন। এতে ঈর্ষান্বিত হয়ে জামাত-শিবিরের সমর্থন পুষ্ট একটি স্বাধীনতা বিরোধী গ্রæপ সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাংবাদিক ভাইদের প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহŸান জানাচ্ছি। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ সহ সভাপতি চিন্ময় চন্দ্র সরকার, শামীম বিশ্বাস, রাজু বিল্লাহ, রাহুল মন্ডল, যুগ্ম সম্পাদক আরিফিন রহমান, আবুল কাসেম সরদার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মাহমুদ শান্ত সহ ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতা কর্মীবৃন্দ। 6,241,133 total views, 4,344 views today |
|
|
|