জানুয়ারি ৯, ২০২০
খলিষখালীতে ৮ দলীয় টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
![]() খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালী পল্লীমঙ্গল মাঠ কমিটির আয়োজনে অমিত, শেখর ও কামরুল স্মৃতি স্মরণে মাস ব্যাপী ৮ দলীয় টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ (কেপিএল) এর খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় এ খেলায় প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন, খলিষখালী পুলিশ ফাড়ির এ এস আই কুতুব উদ্দীন, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, সাবেক ইউনিয়ন আ’লীগে সাধারণ সম্পাদক অশোক লাহেড়ি, ইউপি সদস্য উত্তম দে, পলীøমঙ্গল ক্লাবের আহŸায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ গোলদার, সাংবাদিক মেহেদি হাসান, বাবলা সরদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আহŸায়ক গৌতম মিত্র, যুগ্ম আহবায়ক মিঠুন গাজী, কমিটির সদস্য শিমুল কবির, বাপ্পা ঘটক, সুফল আইচ প্রমুখ। খেলাটির পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। 6,222,818 total views, 881 views today |
|
|
|