Site icon suprovatsatkhira.com

কুল্যা ও বুধহাটায় ভ্রাম্যমাণ আদালত দু’জনের ১মাসের জেল ও ১জনের জরিমানা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ও বুধহাটা বাজারে ডাক্তার ও নার্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না থাকা, বিকল ও অপর্যাপ্ত যন্ত্রপাতি, অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটারসহ বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে দুই ক্লিনিক মালিককে এক মাসের বনাশ্রম কারাদন্ড ও এক জনকে অর্থ দন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কুল্যার মোড় ও বুধহাটায় ৩টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার তমা। আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করায় বিজ্ঞ আদালতের বিচারে কুল্যা মোড়ের ‘মা সার্জিক্যাল’ ক্লিনিকের মালিক অরুণ কুমার মন্ডল ও ‘সোনার বাংলা’ ক্লিনিক মালিক রেজাউল্লাহকে এক মাস করে বনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই দিনে বুধহাটা বাজারে ‘জনসেবা ক্লিনিকে’ আদালত পরিচালনা করে প্যাথলজিষ্ট, আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসক, ক্লিনিক লাইসেন্স, এমবিবিএস ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় ক্লিনিকের প্যাথলজি ল্যাব, আল্ট্রাসনোগ্রাফি রুম ও অপারেশন থিয়েটার রুম সিলগালা করা হয়। এসময় ক্লিনিকের মালিক পলাতক থাকায় প্যাথলজি বিভাগের দায়িত্ব পালনকারী নাসির উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে ক্লিনিক গুলোর রোগীদের সাতক্ষীরা সদরে স্থানান্তর করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি, পেশাকার প্রণব কুমার সরকার ও পুলিশ ফোর্স সাথে ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version