জানুয়ারি ৬, ২০২০
কাশিমাড়ীতে সবজি উৎপাদনে সফলতা
![]() কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুরে আধুনিক কৃষিতে সমৃদ্ধি হয়েছে। প্রতিদিন এই বøক থেকে দুইশো থেকে তিনশো মন রবি ও শীত কালীন সবজি উৎপাদন ও বিক্রয় হচ্ছে। এই সবজি প্রতিদিন শ্যামনগর , মুন্সীগঞ্জ, নওয়াবেকী বাজার সহ পাশবর্তী কালিগঞ্জ থানার মৌতলা বাজারে পাইকারি ও খুচরা সবজি বিক্রয় করা হচ্ছে। এই সবজি গুলার মধ্যে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, পালং শাক, বেগুন ও পেঁপে ইত্যাদি জাতের সবজি। এই ব্যাপারে সংশ্লিষ্ট বøকের কৃষি কর্মকর্তা সামছুর রহমানের সাথে কথা বললে তিনি জানান যে, এই এলাকায় কৃষকরা সবজি চাষের উপর বেশ গুরুত্ব দিয়েছে তারী ফলে এত সবজি উৎপাদিত হচ্ছে আর কৃষকরা খুবি লাভবান হচ্ছে। এই সব চাষিদের বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগর থেকে নানা বিধ প্রশিক্ষণ পেয়ে ও অধিদপ্তরের সহযোগিতায় চাষাবাদ করছেন। কৃষক উজ্জ্বল হোসেন ও কিংশুক বলেন এই বছর তাদের জমিতে বেগুন, ফুলকপি, বাঁধাকপি,ওলকপির উৎপাদন খুব ভাল হয়েছে, আরো বলেন বাজার মূল্য ঠিক থাকায় তারা অনেক লাভবান হবেন। 6,241,334 total views, 4,545 views today |
|
|
|