Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে মতবিনিময় ও ছাত্রীদের ইংরেজি বিষয়ে ক্লাস নিয়েছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি। রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা ও গ্রামার নিয়ে পাঠদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জামি। অতিরিক্ত পুলিশ সুপারের এধরণের উদ্যোগে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ বিশেষভাবে উজ্জীবিত হয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version