Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষার্থীদের সোশ্যাল ক্লাস ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সোশ্যাল ক্লাসের অংশ হিসেবে ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরবর্তীতে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক তারক সরকার, নাজিমুদ্দীন আহমেদ, মোশাররফ হোসাইন, ডিএম নাসির উদ্দীন, আওছারফুর রহমান, আমিনুর রহমান, সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুজ্জামানসহ শিক্ষক, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু বলেন, মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তাছাড়া মুজিববর্ষকে স্মরণীয় করতে এবছর ঐতিহাসিক মুজিবনগরে কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। আগামী ৬ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য বার্ষিক শিক্ষা সফরে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বত্ব:স্ফ‚র্তভাবে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version